উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সরাসরি এক আইএএস অফিসারকে ফোন করে, নিজেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি পরিচয় দিয়ে টাকা তোলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে! হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পবন পান নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
সূত্রের খবর, বিচারপতির নাম করে টেন্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই ব্যাক্তি টাকা তুলছিলেন। প্রসঙ্গত, এর আগেও একবার সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নাম করে আর্থিক প্রতারনা করার অভিযোগ উঠেছিল। এবার অভিযোগ উঠল কলকাতা হাইকোর্টের বিচারপতি পরিচয়ে প্রতারণার।