কালচিনি: বালি পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্ৰেপ্তার করল কালচিনি থানার অধীন নিমতি ফাঁড়ির পুলিশ। রবিবার রাতে নিমতি-পাটকাপাড়া রাজ্য সড়কে অভিযান চালিয়ে পুলিশ অবৈধ বালি বোঝাই একটি ডাম্পার আটক করে। ঘটনায় মাদারিহাট থানার হান্টাপাড়া চা বাগানের বাসিন্দা আমোশ মুন্ডাকে (২৬) গ্ৰেপ্তার করা হয়েছে। ধৃতকে সোমবার আলিপুরদুয়ার মহকুমা আদালতে তোলা হবে। এরকম অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছে পুলিশ।
স্বামীর সঙ্গে ঘর করতে চেয়ে শ্বশুর বাড়ির সামনে ধরনায় বসলেন স্ত্রী
ফালাকাটাঃ স্বামীর সঙ্গে ঘর করতে চেয়ে শ্বশুর বাড়ির সামনে ধরনায় বসলেন স্ত্রী। শ্বশুরবাড়িতে ঢোকার জন্য সঙ্গে পুলিশও নিয়ে এসেছিলেন তিনি।...
Read more