শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

Cooch Behar | এসটিএফের অভিযানে বড় সাফল্য, পাচারের আগেই ৩৫৪ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১

শেষ আপডেট:

কোচবিহার: স্পেশাল টাস্ক ফোর্সের (STF) অভিযানে মিলল বড় সাফল্য। বুধবার কোচবিহারের (Cooch Behar) বাবুরহাট এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে ৩৫৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে এসটিএফ। বাজেয়াপ্ত হওয়া বিপুল পরিমাণ গাঁজা কোচবিহার থেকে অসমে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। ঘটনায় গাড়ির চালক রিকু হোসেন (৩০)-কে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি তুফানগঞ্জের বাসিন্দা।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙ্গা মহকুমার মাঘপালার দিক থেকে বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে মারুগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর সেখান থেকেই অন্য গাড়িতে করে অসমে গাঁজা পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। কিন্তু তার আগেই কোচবিহার বিমানবন্দর লাগোয়া বাবুরহাট এলাকায় সেই পাচারের পর্দাফাঁস হয়। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় এসটিএফের শিলিগুড়ি ইউনিটের আধিকারিকরা। গাড়িটিকে আটকে তল্লাশি চালানো হয়। তাতে দেখা যায়, বস্তার মধ্যে বেশকিছু বড় প্যাকেটে ভর্তি গাঁজা রয়েছে। এরপরই ওই গাড়ি ও বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত হওয়া গাঁজার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা। এপ্রসঙ্গে বেঙ্গল এসটিএফ-র এসপি ইন্দ্রজিৎ বসু বলেন, ‘কোচবিহারের কোতোয়ালি থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Dooars | গুড ফ্রাইডের আগে ডুয়ার্সের চার্চগুলিতে প্রস্তুতি তুঙ্গে

নাগারাকাটা: শুক্রবার গুড ফ্রাইডে (Good Friday)। তার আগে ডুয়ার্সের...

Malda | মুর্শিদাবাদের পুনরাবৃত্তি নয়, সতর্কতা মালদায়

হরষিত সিংহ, মালদা: মোথাবাড়ি (Mothabari) থেকে মুর্শিদাবাদ (Murshidabad) একের...

Dakshin Dinajpur | দণ্ডিকাণ্ডে নাম জড়িয়েছিল, ভাবমূর্তি পুনরুদ্ধারে মরিয়া চেষ্টা প্রদীপ্তার

সুবীর মহন্ত, বালুরঘাট: দণ্ডিকাণ্ডে নাম জড়িয়েছিল প্রাক্তন মন্ত্রী শংকর...

Raiganj | খাবারের টানে পড়ুয়াদের ভাইবোনেরাও স্কুলে

চন্দ্রনারায়ণ সাহা, রায়গঞ্জ: মিড-ডে মিল (Midday Meal) নিয়ে মাঝেমধ্যেই...