শিলিগুড়ি: লরির ধাক্কায় মৃত্যু হল স্কুটার চালকের। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে অম্বিকানগর বাজার এলাকায়। মৃতের নাম অজিত কর্মকার। তিনি ওই এলাকারই বাসিন্দা। এদিকে দুর্ঘটনার পর প্রতিবাদে বালি বোঝাই লরিটিতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। র্যাফ নামানো হয়। দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রাতভর পুলিশ মোতায়েন ছিল এলাকায়।
অম্বিকানগরে পথ দুর্ঘটনায় ব্যক্তির মৃত্যু, প্রতিবাদে লরিতে আগুন উত্তেজিত জনতার
RELATED ARTICLES