কলকাতা: সাতসকালে হাওড়াতেও বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। রবিবার সকাল ৭টা নাগাদ সালকিয়ার বাঁধাঘাট মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, পিছন দিক থেকে পথচারীকে ধাক্কা মারে গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গাড়ি চালকের খোঁজ চালাচ্ছে মালিপাঁচঘড়া থানার পুলিশ।
উল্লেখ্য, গতকাল রাতেই কলকাতায় দুর্ঘটনা ঘটে। যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়। আহত ৬ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ওই গাড়ির চালককে গ্রেপ্তার করেছে যাদবপুর থানার পুলিশ। ধৃতের নাম রাহুল বন্দ্যোপাধ্যায়, তিনি লেক গার্ডেন্সের বাসিন্দা। চালক মদ্যপ অবস্থায় ছিল বলে পুলিশের দাবি। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।