কলকাতা: সাতসকালে কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। আহত হয়েছেন চারজন। শুক্রবার সকাল ৭টা নাগাদ দক্ষিণ কলকাতার পাটুলি মোড়ে কামালগাজির দিকে যাওয়ার রাস্তায় দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রচণ্ড গতিতে বাঘাযতীন ফ্লাইওভারের দিক থেকে আসছিল একটি গাড়ি। সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে পাটুলি থানা এলাকার বৈষ্ণবঘাটার কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসের পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি। ওই গাড়িতে ৫ জন ছিলেন।
গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই মৃত্যু হয় একজনের। গাড়িতে যারা ছিলেন, তাঁরা দক্ষিণ ২৪ পরগনার হটোরের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পাটুলি থানার পুলিশ।