সামসী: চাঁচল জালালপুরে বেসরকারি স্কুলের শিক্ষক খুনে গ্রেপ্তার করা হল আরও এক অভিযুক্তকে। ঘটনায় এর আগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এনিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে জালালপুর দক্ষিণপাড়া এলাকা থেকে সাদ্দাম হোসেন(৩৮)কে গ্রেপ্তার করে। ধৃতকে শুক্রবার ৮ দিনের রিমান্ড চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ জানায়, ২৯ অগাস্ট জমি বিবাদে খুনের ঘটনায় মোট ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ঘটনায় অভিযুক্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হলেও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি অভিযুক্তদের তল্লাশি চলছে। শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে।