মালদা: দুলাল সরকারের খুনের ঘটনায় উদ্ধার হওয়া আরও একটি মোবাইলের তথ্য হাতে পেল ইংরেজবাজার থানার পুলিশ৷ সোমবার প্রায় ৬ ঘণ্টার প্রচেষ্টায় আদালতের সামনে ফোনের সমস্ত তথ্য পুলিশের হাতে তুলে দিয়েছে সিআইডির সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী৷
এই প্রসঙ্গে মমতা চক্রবর্তী বলেন, ‘দুলাল সরকার খুনের ঘটনার আরও একটি মোবাইল উদ্ধার হয়েছে৷ আজ সেই মোবাইলের সমস্ত তথ্য এক্সট্র্যাক্ট করেছি৷ ১২৮ জিবির ফোন ছিল৷ ফোনের সমস্ত তথ্য আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি৷ সমস্ত তথ্য সংগ্রহে প্রায় ৬ ঘণ্টা সময় লেগেছে।’
উল্লেখ্য, গত ২ জানুয়ারি নৃশংসভাবে খুন হন জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা৷ সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মাকে৷ এখনও খুনের ঘটনায় যুক্ত কৃষ্ণা রজক ওরফে রোহন এবং বাবলু যাদব ফেরার৷ পুলিশ সূত্রে খবর, চলতি সপ্তাহেই এই ঘটনার চার্জশিট পেশ করতে পারেন তদন্তকারী অফিসাররা৷