উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ আকার নিচ্ছে মণিপুরের (Manipur) পরিস্থিতি। আর এই অশান্তির কেন্দ্র হয়ে উঠছে মণিপুরের জিরিবাম জেলা (Jiribam)। রবিবার গভীর রাতে সেই জেলার বাবুপাড়া এলাকায় বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পরিস্থিতি সামলাতে গুলি চালায় পুলিশ। আর তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিক্ষোভকারী এক যুবকের। আহত হন আরও একজন।
এই ঘটনার পরই আরও উত্তেজিত হয়ে ওঠে ওই এলাকার জনতা। প্রতিবাদে জিরিবাম থানা থেকে ঢিলছোড়া দূরত্বে থাকা বিজেপি (BJP) ও কংগ্রেসের (Congress) পার্টি অফিসে হামলা চালানো হয়। ভাঙচুরের পাশাপাশি দলীয় অফিসে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ইতিমধ্যেই প্রচুর নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে গোটা এলাকায়।
প্রসঙ্গত, গত সপ্তাহে জিরিবামে অসম সীমানা লাগোয়া অঞ্চল থেকে ৬ গ্রামবাসীকে অপহরণ করা হয়েছিল। অভিযোগের তির ছিল কুকিদের দিকে। কয়েকদিন পর নদীতে ওই ৬টি দেহ ভেসে আসে। এই ঘটনার পরই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। বিক্ষোভ দেখাতে শুরু করে মেইতেই গোষ্ঠী। শনিবার রাতেও রাজ্যের একাধিক বিধায়ক এমনকি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতেও হামলা চালানো হয়। এরপর রবিবারও জিরি নদীতে দুটি দেহ ভাসতে দেখা যায়। এদিকে সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন অমিত শা (Amit Shah)। বৈঠকের পর মণিপুরের তিনটি মামলার তদন্তভার এনআইএ-র (NIA) হাতে তুলে দিয়েছে শায়ের দপ্তর। এদিন সন্ধ্যেতে মণিপুরের রাজধানী ইম্ফলে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।