উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে (Chhattisgarh Encounter) খতম আট মাওবাদী। ঘটনায় শহিদ হয়েছেন এক সেনা জওয়ান (Security Personnel Killed)। গুরুতর জখম হয়েছেন দু’জন। শনিবার ছত্তিশগড়ের ছত্তিশগড়ের নারায়ণপুরে জেলার অবুঝমারে ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, অবুঝমারের পাহাড়ি জঙ্গলে মাওবাদী দমন অভিযানে নামে নিরাপত্তাবাহিনী। সেখানেই মাওবাদীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই শুরু হয়। মৃত্যু হয় আট মাওবাদীর (Maoist Killed)। শহিদ হন এক জওয়ান।
গত দু’দিন ধরে ছত্তিশগড়ের নারায়ণপুরে জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই চলছে মাওবাদীদের। এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মাওবাদী দমনে চার জেলা নারায়ণপুর, কোন্দগাঁও, কঙ্কর, দান্তেওয়াড়ার নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে। মাওবাদীদের শক্ত ঘাঁটি অবুঝমারের জঙ্গল। মাওবাদীদের ডেরা ভাঙতেই নিরাপত্তাবাহিনী তৎপর হয়েছে।