উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত মেঘালয় (Meghalaya)। সেই রাজ্যের গারো পাহাড় (Garo Hills) অঞ্চলে বৃষ্টির জেরে একাধিক ধস নেমেছে। দফায় দফায় হড়পা বানে (Flash Floods) মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। আহতও হয়েছেন বেশ কয়েকজন। ভেসে গিয়েছে একাধিক কাঠের সেতু। কয়েকটি প্রত্যন্ত গ্রামের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শুক্রবার থেকেই শুরু হয়েছে দফায় দফায় হড়পা বান। গারো পাহাড়ের পশ্চিম এবং দক্ষিণ অংশে একাধিকবার ধস নেমেছে। গারো পাহাড়ের কোলে ছোট একটি গ্রাম ডালুর একাংশ ধস নেমে তছনছ হয়ে গিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি। বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার দিকটিও নিশ্চিত করতে বলেছেন তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয় টানা বৃষ্টি। এই বিপর্যয়ের জেরে পশ্চিম গারো পাহাড় অঞ্চলের ডালুতে তিনজন এবং দক্ষিণ গারো পাহাড়ের হাতিয়াসিয়া সোংমা গ্রামে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে সাতজনের। নিহতদের পরিবারকে যাবতীয় ক্ষতিপূরণের দেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি অভিযান ও উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে ক্রমাগত।