কোচবিহার: গাঁজা মজুতের অভিযোগে কোচবিহার-১ ব্লকের পাটছড়া এলাকার বাসিন্দা অচিন্ত প্রামাণিককে ১০ বছরের কারাবাস ও ১ লক্ষ টাকা জরিমানা করা হল। শনিবার তাঁকে কোচবিহার(Cooch Behar) আদালতে(Court) তোলা হলে অতিরিক্ত দায়রা বিচারক (ফার্স্ট কোর্ট) নায়ার আজম খান এই সাজা ঘোষণা করেন। মামলার সরকারি আইনজীবী অর্ণব সরকার জানান, মামলায় মোট পাঁচজন সাক্ষী ছিলেন। অভিযুক্তকে অনাদায়ে আরও একবছরের হাজতবাস হবে।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের ১১ এপ্রিল বিএসএফ-র ৪৭ নম্বর ব্যাটালিয়নের সহযোগিতায় নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর কলকাতা জোনাল ইউনিটের আধিকারিকরা পাটছড়ায় অচিন্তর বাড়ি থেকে ২১০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেন। সেখান থেকে ১ লক্ষ টাকাও বাজেয়াপ্ত করা হয়েছিল।