ভরতপুর: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা। দুর্ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে জয়পুর-আগ্রা জাতীয় সড়কে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি গুজরাট থেকে মথুরা যাচ্ছিল। জয়পুর-আগ্রা জাতীয় সড়কের ভরতপুরের হান্তরা সেতুর কাছে হঠাৎ বিকল হয়ে যায় বাসটি। চাকায় কোনও সমস্য়া দেখা দিয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বাসের চালক ও সহকারী রাস্তার পাশে বাসটি দাঁড়় করিয়ে সারাই করার চেষ্টা করছিলেন। এমন সময় পিছন থেকে দ্রুতগতিতে একটি পণ্যবাহী ট্রাক এসে ধাক্কা মারে।
সংঘর্ষে দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটির পিছনের অংশ। ট্রাকের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১২ জন। মৃতরা সকলেই গুজরাটের ভাবনগরের বাসিন্দা। ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা পৌঁছেছেন। ঘটনার তদন্ত চলছে।