Tuesday, April 23, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গবানেশ্বর থেকে ফের উদ্ধার ১১ টি কচ্ছপের ডিম  

বানেশ্বর থেকে ফের উদ্ধার ১১ টি কচ্ছপের ডিম  

কোচবিহারঃ বানেশ্বর থেকে ফের উদ্ধার হল কচ্ছপ তথা মোহনের ডিম। শুক্রবার বানেশ্বরের ঐতিহ্যবাহী শিবদিঘির অনতি দূরে বানেশ্বর পূর্বপাড়া এলাকায় শিব মেলার মাঠের পাশ থেকে ১১ টি ডিম উদ্ধার হয়। জানা গিয়েছে এলাকায় রতন চক্রবর্তীর বাড়িতে ঢালাইয়ের কাজ হচ্ছিল। শুক্রবার বিকালের দিকে সেখানে দুই তিন দিন ধরে পড়ে থাকা পাথর মিস্ত্রীরা সরাতে গেলে ডিমগুলি দেখা যায়। খবর পেয়ে বানেশ্বর মোহন রক্ষা কমিটি ঘটনাস্থলে গিয়ে ডিমগুলি সেখান থেকে উদ্ধার করে। ঘটনার কথা জানাজানি হতে বানেশ্বরের চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে বানেশ্বর মোহন রক্ষা কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন শীল বলেন ডিমগুলি উদ্ধারের পর আমরা বনদপ্তরকে খবর দিই। পাশাপাশি কোচবিহার সদর মহকুমা শাসককে বিষয়টি জানাই। ডিমগুলি ফুটিয়ে যাতে বাচ্চা ফোটানো সম্ভব হয় সেই লক্ষ্যে তাদের অনুমতি নিয়ে ডিমগুলিকে আমরা সমস্ত নিয়ম মেনে শিব দিঘির পাড়ে বসিয়েছি। একই সঙ্গে তিনি বলেন মাস দুয়েক আগেও বানেশ্বর শিবদিঘী সংলগ্ন রাস্তার ধারে পড়ে থাকা বালির মধ্য থেকে ১৭ টি কচ্ছপের ডিম তারা উদ্ধার করেছিলেন। সেই ডিমগুলিকেও একই নিয়মে তারা একইভাবে শিব দিঘির পারে বসিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বানেশ্বরের শিবদীঘি সহ অন্যান্য দীঘি যেগুলিতে এই মোহন রয়েছে সেই দীঘিগুলির পারে কচ্ছপের ডিম দেওয়ার মতো উপযুক্ত পরিবেশ না থাকায় বিভিন্ন জলাশয়ের কচ্ছপ দীঘি থেকে উঠে এসে বাইরে এ ধরনের নানা জায়গায় এভাবে ডিম পাড়ে। এতে এই ডিমগুলি ফুটে আর নতুন কচ্ছপ প্রায় হয় না বললেই চলে। কারণ মোহনগুলি অসংরক্ষিত বিভিন্ন জায়গায় এই ডিমগুলি পাড়ার কারণে কুকুর, বিড়াল সহ বিভিন্ন ছোটখাট পশু এগুলি খেয়ে ফেলে। আবার রোদে অনেক ডিম শুকিয়ে নষ্টও হয়ে যায়। স্বাভাবিকভাবেই এর ফলে মোহন তথা কচ্ছপের বংশবিস্তার অনেকটা থমকে গিয়েছে বলে স্থানীয়দের ধারণা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

বরাকে বাঙালির ভোট সহজ ও জটিল

0
গৌতম হোড় অসমের বরাক উপত্যকায় এলে মনে হবে পশ্চিমবঙ্গের কোনও একটা শহরে এসেছি। দোকানপাটের নাম বাংলায় লেখা। সর্বত্র কানে আসবে বাংলা ভাষায় কথোপকথন। বরং...
Earthquake

Taiwan Earthquake | তাইওয়ানে বার বার কম্পন, আতঙ্ক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভূমিকম্পে বার বার কেঁপে উঠছে তাইওয়ানের মাটি (Taiwan Earthquake)। সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত একাধিকবার কম্পন অনুভূত হয়েছে। রিখটার...

Helicopter Crash | মাঝআকাশে নৌসেনার দুই হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত ১০

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণের সময় মাঝআকাশে নৌসেনার দুই হেলিকপ্টারের সংঘর্ষ (Helicopter Crash)। এর জেরে মৃত্যু হল ১০ জনের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার (Malaysia)...

Amit Shah | ভোট প্রচারের শেষলগ্নে আজ করণদিঘিতে অমিত শা

0
ইসলামপুর: ভোট (Lok Sabha Election 2024) প্রচারের শেষলগ্নে মঙ্গলবার করণদিঘি (Karandighi) বিধানসভা এলাকার রসাখোয়ায় নির্বাচনি জনসভায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। রসাখোয়া...

Raiganj | রাস্তার পাশে দোকান কেনায় তোলাবাজির হুমকি,পুলিশের দ্বারস্থ ব্যবসায়ী

0
রায়গঞ্জ: সমাজ বিরোধীদের তোলাবাজির হুমকির বিরুদ্ধে রায়গঞ্জ থানার দ্বারস্থ হল রায়গঞ্জের ব্যবসায়ী সংগঠন। ঘটনা সূত্রে জানা গিয়েছে, সংগঠনের এক ব্যবসায়ী সদস্যের কাছে ২৫ লক্ষ...

Most Popular