শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পর এবার করোনার থাবা শিলিগুড়ি জেলা হাসপাতালের অন্দরে। বর্তমানে এই হাসপাতালের ১২ জন চিকিৎসক এবং ১৭ জন নার্সিং স্টাফ করোনায় সংক্রামিত। হাসপাতালে একসঙ্গে এতজন সংক্রামিত হওয়ায় অন্য কর্মীদের ওপর চাপ পড়েছে। চিকিৎসকদের দুটি শিফটেও কাজ করতে হচ্ছে। সমস্ত চিকিৎসকের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। নার্সিং পড়ুয়াদের দিয়ে হাসপাতালের অন্দরের কাজ চালানো গেলেও চিকিৎসকের অভাবে পরিষেবা দিতে কর্তৃপক্ষকে বেশ সমস্যায় পড়তে হচ্ছে।
দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক জানিয়েছেন, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেও অনেক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী করোনায় সংক্রামিত হয়েছিলেন। সেইসময় সেখানে যেভাবে কাজ হয়েছে সেভাবেই জেলা হাসপাতালে কাজ হবে।
অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, সোমবার দার্জিলিং জেলায় ২৫৬ জনের সংক্রমণ ধরা পড়েছে। শিলিগুড়ি পুরনিগম এলাকায় সংক্রামিত হয়েছেন ১২৯ জন। গতকালই করোনায় সংক্রামিত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা গৌতম দেব। ফেসবুকে তিনি সংক্রামিত হওয়ার বিষয়টি জানান। মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। উল্লেখ্য, শিলিগুড়ি পুরভোটে ৩৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন গৌতম।