Exclusive

Coochbehar | কোচবিহারে ভোটের পরে বিপর্যয় পদ্মে, তৃণমূলে যোগ দিয়েছেন ১২৮ পঞ্চায়েত সদস্য

কোচবিহার: লোকসভা ভোটের ফলাফল ঘোষণার হওয়ার পর থেকে কোচবিহারে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত। মঙ্গলবারও মাথাভাঙ্গার ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারী-১ গ্রাম পঞ্চায়েতের তিনজন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তৃণমূল সূত্রে খবর, এবারের ভোটের ফলাফল ঘোষণার পর থেকে আজ পর্যন্ত সবমিলিয়ে বিজেপি ছেড়ে ১২৮ জন গ্রাম পঞ্চায়েত সদস্য তাদের দলে যোগ দিয়েছেন। এভাবে পদ্ম শিবির ছেড়ে লাগাতার ঘাসফুল শিবিরের পাল্লা ভারী করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে বিজেপির পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে যোগ দিতে কোচবিহারে লাইন দিয়েছেন। ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকে ১২৮ জন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। বাকিদের অধিকাংশই শীঘ্রই আমাদের দলে আসবেন। ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে কোচবিহার বিজেপিশূন্য হবে।’ বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়ের অবশ্য দাবি, ‘ওরা ভয় দেখিয়ে আমাদের সদস্যদের নিয়ে যাচ্ছে। এতে ওদের কোনও লাভ হবে না।’

কোচবিহার জেলায় মোট ১২৮টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। গত পঞ্চায়েত ভোটে তৃণমূল ১০৪টি এবং বিজেপি ২৪টি গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছিল। ২৫০৭টি আসনের মধ্যে গত পঞ্চায়েত ভোটে তৃণমূল ১৮৪০টি আসনে এবং ৬০০–র বেশি আসনে বিজেপি জিতেছিল। কিন্তু গত ৪ জুন লোকসভা ভোটের ফল বের হওয়ার পর থেকে কোচবিহারে বিজেপি শিবিরে ভাঙন শুরু হয়েছে। বিজেপির পঞ্চায়েত সদস্যরা দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। বিজেপি ছেড়ে পঞ্চায়েত সদস্যরা এভাবে তৃণমূলে যোগ দিতে থাকায় ইতিমধ্যে নতুন করে ভেটাগুড়ি–১ এবং ২, নয়ারহাট, মাতালহাট, পারডুবি, বলরামপুর-২ ও ঢাংঢিংগুড়ি, অন্দরান ফুলবাড়ি, কুচলিবাড়ি, বাগডোকরা ফুলকাডাবরি সহ ১১টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। যদিও এর মধ্যে কুচলিবাড়ি, বাগডোকরা ফুলকাডাবরি সহ দুই-তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এখনও তৃণমূলে যোগ দেননি। তৃণমূল সুত্রে খবর যোগদানের ফলে জেলায় ইতিমধ্যেই তাদের পঞ্চায়েত সদস্যের সংখ্যা ১৮৪০ থেকে বেড়ে ১৯৬৮ হয়েছে।

তবে এভাবে বিজেপি ছেড়ে অনেকের তৃণমূলে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপি এক্ষেত্রে ভয় দেখিয়ে দলবদলে বাধ্য করার অভিযোগ তুললেও এর পিছনে অন্য কারণও রয়েছে বলে আরেকটি মহল মনে করছে। ভোটের আগে থেকেই কোচবিহারে পদ্ম শিবিরে কোন্দল শুরুর বিষয়টিও এই দলবদলে প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে।

Mistushree Guha

Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Copa America | ছন্দে ভিনিসিয়াস জুনিয়র, প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে কোপা আমেরিকায় জয়ে ফিরল ব্রাজিল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কোপা আমেরিকায় জয়ে ফিরল ব্রাজিল। প্রথম ম্যাচে ড্র করেছিল কোস্টারিকার বিরুদ্ধে।…

7 mins ago

CJI Chandrachud Meets CM Mamata Banerjee | বিচারব্যবস্থায় সততা, নিরপেক্ষতা থাকা উচিত, রাজনৈতিক পক্ষপাতিত্ব নয়: মমতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিচারব্যবস্থায় সততা, নিরপেক্ষতা থাকা উচিত, রাজনৈতিক পক্ষপাতিত্ব নয়। বললেন মুখ্যমন্ত্রী মমতা…

25 mins ago

Madhyamik Exam | মাধ্যমিকের সময়সূচি বদল, পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৫ সালের মাধ্যমিকের দিনক্ষণ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার মধ্যশিক্ষা…

1 hour ago

ED Raid in Kolkata | ভোট মিটতেই তৎপর ইডি, আর্থিক প্রতারণা মামলায় কলকাতাজুড়ে শুরু তল্লাশি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট মিটতেই রাজ্যে আবার তৎপর কেন্দ্রীয় সংস্থাগুলি। শনিবার সকালে কলকাতা (Kolkata)…

1 hour ago

Meteli | প্রবল বৃষ্টিতে ঘরের ওপর ভেঙে পড়ল গাছ, অল্পের জন্য প্রাণে বেঁচে গেল পুরো পরিবার

মেটেলিঃ অল্পের জন্য বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে প্রাণে বাঁচল গোটা পরিবার। আচমকাই ঘরের ওপর ভেঙে…

1 hour ago

West bengal weather update | সক্রিয় মৌসুমী বায়ু, শনি থেকেই হাওয়া বদলের সম্ভাবনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্ষা (Monsoon) প্রবেশ করলেও রাজ্যের সর্বত্র সক্রিয় ছিল না মৌসুমী বায়ু।…

2 hours ago

This website uses cookies.