ঘোকসাডাঙ্গা ও পারডুবি: রাজ্যজুড়ে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। বিভিন্ন ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র চালু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। আর তারই সুবাদে মাথাভাঙ্গা ২ ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ১৩টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির উদ্যোগ নিল জেলা স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে জমি পরিদর্শনের পর তা হস্তান্তরের কাজ প্রায় শেষ।
মাথাভাঙ্গা ২-এর বিডিও উজ্জ্বল সর্দার জানান, সুস্বাস্থ্য তৈরির জন্য ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সম্প্রতি জমি পরিদর্শন করা হয়েছে। সেই রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। মাথাভাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ আব্দুল কাদের আলি জানান, সাধারণ মানুষের সুবিধার্থে ব্লকে ১৩টি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের উদ্যোগে তার প্রস্তুতি শুরু হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।