উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় মহিলা ফুটবল দলের ১৩ খেলোয়ার করোনা আক্রান্ত! ফলে এএফসি উওমেনস এশিয়া কাপের ম্যাচে ওয়াক ওভার পেয়ে গেল চাইনিজ তাইপেই। নভি মুম্বইয়ে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এই খেলা থাকলেও দলের ১৩ খেলোয়ারই করোনায় আক্রান্ত হওয়ায় দল নামাতে পারেনি ভারত। ফলে ম্যাচই বাতিল করে দেওয়া হয়। এদিন চাইনিজ তাইপেই দলের খেলোয়াররা গা ঘামাতে মাঠে পৌঁছে গেলেও ভারতীয় দলের খেলোয়ারদের দেখা যায়নি। আশালতা দেবীর নেতৃত্বাধীন ভারতীয় দল যে করোনায় আক্রান্ত, সেই খবর আগেই মিলেছিল। এদিন ম্যাচ শুরুর হওয়ার সময় হয়ে গেলেও ভারতীয় মহিলা দল ঘোষণা না হওয়ায় আশঙ্কা ঘনীভূত হয়। অবশেষে আশঙ্কা সত্যি করেই ম্যাচ বাতিল করে দেওয়া হল।
ফেরায়নি বাড়ির লোক, দু-বছর ধরে হাসপাতালেই থাকছেন এঁরা চারজন
বালুরঘাট: করোনা কালে লকডাউনের সুযোগেই, আত্মীয় দের ঝেড়ে ফেলতেই যেন চেয়েছিলেন কিছু মানুষ। তাই রোগী হয়ে ঢুকে, বালুরঘাট হাসপাতালের আবাসিক...
Read more