চালসা: সাতসকালে লোকালয় থেকে বিশালাকার অজগর উদ্ধার হল। শুক্রবার সকালে মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরার একটি বেসরকারি রিসর্টের পাশে স্থানীয় বাসিন্দারা অজগরটিকে দেখতে পান। খবর দেওয়া হয় সংলগ্ন ধূপঝোরা বিট অফিসে। সেখান থেকে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়। অজগরটি লম্বায় প্রায় ১৪ ফুট লম্বা। অজগরটি সুস্থ থাকায় এদিনই সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে।
১৪ ফুট লম্বা অজগর উদ্ধার
RELATED ARTICLES