দেহরাদুন: উত্তরাখণ্ডে ট্রান্সফর্মার ফেটে বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু অন্তত ১৫ জনের। তাঁদের অধিকাংশ শ্রমিক। মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর। আহত বেশ কয়েকজন। উত্তরাখণ্ডের চামোলি জেলায় অলকানন্দা নদীর ধারে ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, সেখানে ‘নমামী গঙ্গে’ প্রকল্পের কাজ চলছিল। সেইসময় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল। চামোলি পুলিশের এসপি পরমেন্দ্র ডোভাল জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনাস্থলে একটি লোহার রেলিং বিদ্যুতের সংস্পর্শে আসায় এই দুর্ঘটনা ঘটে। উত্তরাখণ্ড পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ভি মুরুগেসান জানিয়েছেন, পুলিশের এক সাব ইনস্পেক্টর এবং পাঁচজন হোম গার্ড সহ ১৫ জনের মৃত্যু হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি জানান, ঘটনাটি দুর্ভাগ্যজনক। উদ্ধারকাজ চলছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।