North Bengal Business Meet | বাংলায় ১৫ হাজার কোটির বিনিয়োগ! মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ঘোষণা হর্ষ নেওটিয়ার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে নর্থ বেঙ্গল বিজনেস মিটে (North Bengal Business Meet) রাজ্যে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিলেন শিল্পপতি হর্ষ নেওটিয়া। আগামী ৫ বছরে এই বিনিয়োগ হবে। হর্ষ নেওটিয়া (Harsh Neotia) জানান, উত্তরবঙ্গে ২০ বছর ধরে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। উত্তরায়ন তার প্রথম প্রকল্প। মকাইবাড়ি চা–বাগানে হোটেল করার সুযোগ হয়েছে। একসময় এখানে একদিন অন্তর একটা করে বিমান চলত। এখন প্রচুর বিমান চলাচল করে। দিনে ৫০–৬০ টি বিমান আসার সুযোগ আছে। পাঁচটি পাঁচতারা হোটেল আসতে চলেছে শিলিগুড়িতে। আমাদের ১৫ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট প্ল্যান আছে আগামী ৫ বছরে।’ মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছেন বলে দাবি করেন হর্ষ। তিনি বলেন, ‘আমি খুবই আশাবাদী বেঙ্গল নাম্বার ওয়ান স্টেট একসময় ছিল আবার আমরা সেই জায়গায় পৌঁছব।’

এদিন শিল্প সম্মেলনে ক্ষুদ্র ও কুটির শিল্প, পর্যটন, ফুড প্রসেসিং ও চা শিল্পের উপর বিশেষ গুরুত্ব দেন মমতা।  কোচবিহারেও ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার কথা জানান তিনি। শিল্পস্থাপণে যাতে কোনও বাধা না আসে, তা নিশ্চিত করতে মুখ্যসচিব মনোজ পন্থকে সামনে রেখে কয়েকজন শিল্পপতিকে নিয়ে কোর কমিটি গঠনের প্রস্তাবও দেন। এদিন মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের মানুষ সরাসরি যাতে দিঘায় জগন্নাথ মন্দিরের দর্শন করতে যেতে পারেন তার জন্য ৬ টি ভলভো বাস রাজ্য সরকার দিয়েছে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

More like this
Related

Ayatollah Ali Khamenei | খামেনেইকে হত্যা করতে চেয়েছিল ইজরায়েল! আটকে দেন ট্রাম্প?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তিতে...

Iran-Israel Conflict | ইরানে মৃত ২২৪, ইজরায়েলে ১৪! মধ্যপ্রাচ্যে ক্রমশই বাড়ছে যুদ্ধের বীভৎসতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার ইজরায়েলের (Israel) হামলা শুরুর...

Iran-Israel Conflict | চতুর্থ দিনে পা রাখল সংঘাত! ইরানে হামলার পেছনে কী লক্ষ্য ইজরায়েলের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ...

Ahmedabad Plane Crash | ঝলসে যাওয়া ৪৭ টি দেহ শনাক্ত ডিএনএ পরীক্ষায়, অপেক্ষায় প্রহর গুনছে বাকিদের পরিবার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় আগুনে ঝলসে...