উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার জবাবে পাকিস্তানে প্রত্যাঘাত চালিয়েছিল ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। সেই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। আর সেই অভিযানে ভারতীয় সেনার সাফল্যে অনুপ্রাণিত হয়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কুশিনগর জেলার ১৭টি পরিবার নিজেদের সদ্যোজাত কন্যাসন্তানদের (Newborn girls) নাম রাখল ‘সিন্দূর’।
ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সদ্যোজাতর নাম ‘সিন্দূর’ রাখার খবর প্রকাশ্যে এসেছে। তবে এবার কুশিনগরে একসঙ্গে ১৭টি পরিবারের কন্যাসন্তানদের নাম ‘সিন্দূর’ রাখার সিদ্ধান্ত প্রকাশ্যে এল। কুশিনগর মেডিকেল কলেজের অধ্যক্ষ চিকিৎসক আর কে শাহী বলেন, “গত ১০ এবং ১১ মে কুশিনগর মেডিকেল কলেজে জন্ম নেওয়া ১৭টি নবজাতক কন্যার নাম তাদের পরিবারের সদস্যরা ‘সিন্দূর’ রেখেছেন।”
কুশিনগরের বাসিন্দা অর্চনা শাহী বলেন, “পহেলগাঁও হামলায় স্বামীকে হারিয়ে বিবাহিত জীবন শেষ হয়েছে অনেক মহিলার। এর জবাব দিতেই ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায়। আমরা এতে গর্বিত। সিঁদুর এখন একটি শব্দ নয়, বরং একটি আবেগ। তাই, আমরা আমাদের মেয়ের নাম ‘সিন্দূর’ রাখার সিদ্ধান্ত নিয়েছি।”
আরও এক বাসিন্দা মদন গুপ্ত বলেন, “ভারত পহেলগাঁও হামলার প্রতিশোধ নেওয়ার সময় থেকেই আমার পুত্রবধূ কাজল গুপ্ত তাঁর নবজাতকের নাম ‘সিন্দূর’ রাখতে চেয়েছিলেন। এইভাবেই আমরা এই অভিযানকে স্মরণ করব এবং দিনটি উদযাপন করব।” ভাতাহি গ্রামের বাসিন্দা ব্যাসমুনিও একই রকম সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘আমার মেয়ে যখন বড় হবে, তখন সে এই শব্দের প্রকৃত অর্থ বুঝতে পারবে। ভারতমাতার প্রতি একজন কর্তব্যপরায়ণ নারী হিসেবে নিজেকে উপস্থাপন করবে।’