উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার গাজার (Gaza) মসজিদে ভয়াবহ বিমান হামলা ইজরায়েলের (Israeli Airstrike)। ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৮ জন। আহতও হয়েছেন অনেকে।
জানা গিয়েছে, রবিবার ভোরে মধ্য গাজার আল-আকসা হাসপাতালের কাছে মসজিদটিতে (Mosque)হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস্তুচ্যুতরা ওই মসজিদে থাকতেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দেইর আল বালাহ এলাকার শুহাদা আল-আকসা মসজিদে (Shuhada al-Aqsa) সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। কারণ ওই মসজিদে হামাস জঙ্গিরা লুকিয়ে ছিল। সেটিকে তারা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল বলে খবর।
উল্লেখ্য, গত বছর ৭ অক্টোবর থেকে ইজরায়েল ও হামাসে সংঘর্ষ (Israel-Hamas conflict) শুরু হয়েছে। ইজরায়েলের পালটা হামলায় গোটা গাজা তছনছ হয়ে গিয়েছে। গাজার স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার। ঘরছাড়া হয়েছেন আরও কমপক্ষে ২০ লক্ষ মানুষ। গাজায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। আগামীকাল অর্থাৎ সোমবারই এই সংঘাত শুরু হওয়ার একবছর পূর্ণ হতে চলেছে। এরই মধ্যে ফের গাজায় হামলা চালাল ইজরায়েল।