বৈষ্ণবনগর: চোরাই বাইক সহ দুইজনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতদের নাম ওবায়দুর রহমান ( ২২ ) ও আনজার আলি (২১)। এদের মধ্যে ওবায়দুরের বাড়ি কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মাদারিটোলা গ্রামে এবং আনজারের বাড়ি ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জারলাহি নাদাবপাড়া গ্রামে।
দিন কয়েক আগেই বেদরাবাদ এলাকা থেকে ওসমান আলি নামে এক বাইক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করেই বেরিয়ে আসে আরও কয়েকজনের নাম। শুক্রবার ভোরে বৈষ্ণবনগর থানার পুলিশ পৃথক দুটি অভিযান চালায়। প্রথমে ওবায়দুরকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে একটি চোরাই বাইক উদ্ধার হয়েছে। এরপরেই সামনে আসে আনজার আলির নাম। আনজারের বাড়িতে হানা দিয়ে একটি চোরাই বাইক সহ তাকেও গ্রেপ্তার করা হয়। বাইকগুলোর কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ধৃতরা। বৈষ্ণবনগর থানার আইসি নিম শেরিং ভুটিয়া বলেন, ‘বাইকগুলো বাজেয়াপ্ত করে শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়েছে।‘
আরও পড়ুন : বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে এক পড়ুয়ার মৃত্যু, জখম দুই