বীরপাড়া: আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানা এলাকায় তিনটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। আহত হয়েছেন আরও তিনজন।প্রথম দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের দুই নম্বর গেটের কাছে বীরপাড়া লঙ্কাপাড়া রোডের উপর। দুর্ঘটনায় মৃত্যু হয় দুই বাইক আরোহীর। আহত হন আরও এক যুবক। জানা গিয়েছে, তুলসীপাড়া চা বাগান এলাকার তিন যুবক একটি বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। চালক নিয়ন্ত্রণ হারালে বাইকটি রাস্তায় পড়ে যায়। পেছন থেকে তাদের ধাক্কা দেয় একটি ডাম্পার। আহতদের বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দীপরাজ রাইকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত সুন্দর গোলেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। মাইলা লামা নামে আহত যুবককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাইকটি আটক করে ডাম্পারের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
অন্যদিকে ওই দুর্ঘটনার কিছুক্ষণ পর রাত নটা নাগাদ বীরপাড়া চৌপথি দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় আহত হন রঞ্জিত ঝা নামে বীরপাড়া চৌপথি এলাকার বাসিন্দা এক প্রৌঢ়। তাঁকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
শুক্রবার ভোরে ডিমডিমা চা বাগানে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যায় একটি ট্রাক। মালবোঝাই গাড়িটি নাগপুর থেকে গুয়াহাটি যাচ্ছিল। আহত চালক আনমোল মিশ্রা জানান, বিপরীত দিক থেকে দুটি গাড়ির একটি অপরটিকে ওভারটেক করছিল। দুর্ঘটনা এড়াতে তিনি রাস্তার কাঁচা অংশে ট্রাকটি নামিয়ে দেন। কিন্তু ভেজা রাস্তায় পিছলে গিয়ে রাস্তা থেকে নীচে পড়ে যায় ট্রাকটি। চালককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন : ঝড়ের দাপটে মৃত্যু শতাধিক বাদুড়ের, গাছের ডাল ভেঙে মৃত বৃদ্ধা