উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দু’দিনের বীরভূম সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রশাসনিক বৈঠক সেরে বানভাসি এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন মমতা। বন্যায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ক্ষতিগ্রস্থদের বাড়ি বানানোর আশ্বাসও দিলেন।
ডিভিসির জলে প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই প্লাবন নিয়ে শুরু থেকেই ডিভিসির ওপর ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ প্রশাসনিক বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বন্যার কবলে পড়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে সরকার। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িও তৈরি করে দেবে রাজ্য। এছাড়াও যাদের ফসল বন্যায় নষ্ট হয়েছে তাঁদের শস্যবিমার আওতায় এনে আর্থিক সাহায্য দেওয়া হবে।’
এছাড়াও তিনি আরও বলেন, ‘বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জিআর চলবে, যতক্ষণ না অবস্থা স্বাভাবিক হচ্ছে। গ্রামীণ অঞ্চলের রাস্তা যা ভেঙে গিয়েছে, বিধায়কদের নির্দেশ দিয়েছি, রাস্তা সারাইয়ের জন্য বরাদ্দ টাকা সম্পূর্ণটাই খরচ হবে। এমপি খাতের এক কোটি টাকা স্কুল মেরামতি, আর চার কোটি টাকা রাস্তা মেরামতিতে খরচ হবে। বাকি আমরা পঞ্চায়েত দপ্তর থেকে সার্ভে করে দেখে নেব।’

