উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। কিন্তু এই আবহেও গুলির লড়াই অব্যাহত উপত্যকায়। শনিবার রাতে জম্মু ও কাশ্মীরের কুলগাম (Kulgam) জেলায় একটি এনকাউন্টারে (Encounter) মৃত্যু হয়েছে ২ জঙ্গির। একজন অফিসার সহ ৫ নিরাপত্তা কর্মীও আহত হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, শনিবার গোপন সূত্রের খবর আসে কুলগামের দেবসার এলাকার আরিগাম গ্রামে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। তা জানার পরই কাশ্মীর পুলিশ ও ৯ রাষ্ট্রীয় রাইফেলস বাহিনী ওই এলাকায় যৌথ অভিযানে নামে। গোটা এলাকা ঘিরে ফেলার পরই শুরু হয় এনকাউন্টার। সূত্রের খবর, তল্লাশি চালানোর সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে সন্দেহভাজন জঙ্গিরা। এরপরই নিরাপত্তা বাহিনীর পালটা গুলিতে মৃত্যু হয় ২ জঙ্গির। অন্যদিকে আহত ৫ নিরাপত্তা কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সকলের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে খবর।
পুলিশ সূত্রে খবর, নিহত জঙ্গিরা লস্কর-ই-তইবার (Lashkar-e-Taiba) শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের (The Resistance Front) সদস্য। দুজনই স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে। একজন বুদগামের বাসিন্দা আকিব আহমেদ শেরগজরি এবং অন্যজন কুলগামের বাসিন্দা উমেশ ওয়ানি। মৃতদের থেকে প্রচুর পরিমাণে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এলাকা ঘিরে ফেলে এখনও তল্লাশি অভিযান চলছে।