উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল ২ জঙ্গির। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) টপকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল ওই জঙ্গিরা। সেই সময় তাদের বাধা দেন জওয়ানরা। তখন জঙ্গিরা গুলি চালায়। তাদের পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। বাহিনীর গুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে।
কয়েকদিন ধরে সীমান্ত এলাকায় তৎপরতা বাড়িয়েছে সেনা। গোয়েন্দা সূত্রের খবর, শীত পড়ে গেলে সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢোকা কঠিন। তুষারপাতের কারণে বন্ধ হয়ে যায় পাহাড়ি পথ। তাই পাহাড়ি পথ বন্ধ হওয়ার আগে পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) থেকে ভারতে অনুপ্রবেশের জন্য প্রায় ১০০ জঙ্গি চেষ্টা করছে বলে খবর। উদ্দেশ্য একটাই, এপারে এসে নাশকতা। সেই ছক ভেস্তে দিতে নিয়ন্ত্রণ রেখায় সবসময় সতর্ক রয়েছে নিরাপত্তা বাহিনী। বিএসএফ এবং সেনাকে বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

