উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির (Revanth Reddy) বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট (Abusive content) এবং তা প্রচারের অভিযোগে গ্রেপ্তার হলেন দুই মহিলা সাংবাদিক (Telangana journalists arrested)। বুধবার হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ পোগাদাদন্দ রেবতি এবং থানভি যাদব নামে ওই দুই মহিলা সাংবাদিককে গ্রেপ্তার করেছে।
জানা গিয়েছে, তেলেঙ্গানার স্থানীয় এক সংবাদমাধ্যমের ম্যানেজিং ডিরেক্টর পোগাদাদন্দ রেবতি এবং ওই সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক থানভি যাদব এক্স হ্যান্ডেলে তেলেঙ্গানার কৃষকদের হতাশা এবং দুর্দশা নিয়ে একটি সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করেছিলেন। সেই ভিডিওতে মুখ্যমন্ত্রী সম্পর্কে ‘অপমানজনক’ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। এরপরই তেলেঙ্গানা কংগ্রেসের সোশ্যাল মিডিয়া টিমের প্রধান পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই দুই মহিলা সাংবাদিক সহ এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকেও প্রথমে আটক করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার করা হয় ওই দুই সাংবাদিককে। কংগ্রেসের অভিযোগ, ওই ভিডিওটির মাধ্যমে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই সঙ্গে ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালানোর চেষ্টা করেছে সংবাদমাধ্যমটি। তাঁদের বিরুদ্ধে অশ্লীল বিষয়বস্তু প্রকাশ থেকে শুরু করে অপরাধমূলক ষড়যন্ত্র, গুজব ছড়ানো এবং শান্তি ভঙ্গের গুরুতর অভিযোগ আনা হয়েছে।
দুই মহিলা সাংবাদিককে গ্রেপ্তারের পরই তেলেঙ্গানায় তীব্র সমালোচনার মুখে পড়েছে কংগ্রেস। বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতির (BRS) নেতা কেটি রামা রাও কংগ্রেসকে বিঁধে বলেন, ‘কংগ্রেস সরকারের শাসনে কৃষকের দুর্দশার কথা বলার ভিডিও পোস্ট করায় দুই মহিলা সাংবাদিককে গ্রেপ্তার করা হল। এটিই এই সরকারের কঠোর শাসনের চূড়ান্ত পরিণতি। রাহুল গান্ধি কি এই সাংবিধানিক শাসনের কথাই বলেছিলেন?’ তেলেঙ্গানায় সংবাদপত্রের স্বাধীনতার অভাব রয়েছে বলেও সমালোচনা করেছেন তিনি। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালাও এই ঘটনায় কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন।