উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারের সিওয়ানে (Bihar’s Siwan) ভেজাল মদ (spurious liquor) খেয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। সেই সঙ্গে ওই পরিবারগুলিকে দেওয়া হয়েছে শর্ত। নীতীশ বলেছেন, ‘মদে নিষেধাজ্ঞার সমর্থনে পরিবারগুলিকে লিখিতভাবে অঙ্গীকার করতে হবে।’
সিওয়ানের এক পুলিশ আধিকারিক বলেছেন, ‘১৫ অক্টোবর ভেজাল মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। ভেজাল মদ বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করার জন্য একটি দল গঠন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই তরল পদার্থ সম্পর্কে তথ্য জানা যাবে।’
এদিকে, ভেজাল মদে মৃত্যুর ঘটনায় বিহারের এনডিএ সরকারের নিন্দা করেছে আরজেডি (RJD)। আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেছেন, ‘মানুষ ভেজাল মদ খেয়ে প্রাণ হারিয়েছে। এটা খুবই দুঃখজনক এবং উদ্বেগের বিষয় যে বিহারে নিষিদ্ধ হওয়ার পরও ভেজাল মদ পাওয়া যাচ্ছে। এজন্য এনডিএ সরকার দায়ী।’
সিওয়ানের কাউন্সিলর সুশীল কুমার আবার সরকারের বিরুদ্ধে মৃতের সঠিক সংখ্যা গোপন করার অভিযোগ করেছেন। তাঁর দাবি, ‘মৃতের সংখ্যা প্রায় ৫০। অনেকে হাসপাতালে ভর্তি।’