হরিশ্চন্দ্রপুর: ঘটনার প্রায় দুই দিন কেটে গেল। বিহার পুলিশের হাতে ভিটেছাড়া হওয়া কুড়িটি পরিবার এখন খোলা আকাশের নিচে বাস করছে। তাদের মধ্যে রয়েছে বেশকিছু শিশু ও অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা। এদিন হরিশ্চন্দ্রপুরের সহরাবহরা এলাকায় উচ্ছেদ হওয়া বাসিন্দাদের সঙ্গে দেখা করলেন বিধায়ক তজমুল হোসেন। বিহার প্রশাসনের কড়া সমালোচনা করেন বিধায়ক। পাশাপাশি পরিবারগুলির পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সবরকম চেষ্টা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। বিধায়েকর পাশাপাশি এদিন এলাকায় যান রেড ভলান্টিয়ারের সদস্যরা! তারা দুর্গতদের তালিকা তৈরি করে ত্রাণ বিলির উদ্যোগ নেন। একইসঙ্গে এলাকায় যায় সিপিএমের একদল প্রতিনিধি। তারাও ঘটনার তীব্র নিন্দা করেন। এমনকি এর পিছনে শাসক দলের স্থানীয় নেতাদের মদত রয়েছে বলেও অভিযোগ তোলেন।
এই ঘটনা নিয়ে এদিন নড়ে-চড়ে বসে মালদা জেলা প্রশাসন। রবিবার দফায় দফায় মালদার জেলা শাসক রাজর্ষি মিত্র কথা বলেছেন কাঠিহারের জেলা শাসক ও পুলিশ সুপারের সাথে। অন্যদিকে ভিটেমাটি হারানো পরিবারদের পুর্নবাসনের উদ্যোগ গ্ৰহন করেছে স্থানীয় ও জেলা প্রশাসন। জেলাশাসক জানান, যে পরিবারগুলোকে উচ্ছেদ করা হয়েছে তাদের পুর্নবাসনের ব্যবস্থা করার চেষ্টা চলছে।
আরও পড়ুনঃ প্রয়াত ফালাকাটার প্রবীণ নাট্য ব্যক্তিত্ব সত্যরঞ্জন নন্দী