Monday, June 5, 2023
Homeরাজ্যউত্তরবঙ্গপাচারের আগেই বাজেয়াপ্ত ২০ লক্ষ টাকার বার্মা টিক, গ্রেপ্তার ১

পাচারের আগেই বাজেয়াপ্ত ২০ লক্ষ টাকার বার্মা টিক, গ্রেপ্তার ১

মাটিগাড়া: উত্তর-পূর্ব ভারতে পাচার হওয়ার আগেই বাজেয়াপ্ত হল প্রায় ২০ লক্ষ টাকার বার্মা টিক। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার শুকনা বন বিভাগ এবং প্রধাননগর থানার যৌথ উদ্যোগে একটি অভিযান চালানো হয়। জানা গিয়েছে, চম্পাসারি থেকে জাতীয় সড়ক ৪১ হয়ে বিহার, নেপালে পাচার হচ্ছিল ওই বিপুল পরিমাণ কাঠ। তবে পাচার হওয়ার আগেই দার্জিলিং মোড় এলাকায় একটি গাড়িকে আটক করা হয়। সেখান থেকেই হাজার স্কয়ার ফিটের ৭৫০টি বার্মা টিক বাজেয়াপ্ত হয়। যার বাজারমূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা। ঘটনায় হুগলির জেলার এক ব্যক্তি নিশাব মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে শিলিগুড়ি  আদালতে তোলা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments