বালুরঘাট: ২০ টি কচ্ছপ সহ এক যুবককে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বালুরঘাট থানার কামারপাড়া হাটে অভিযান চালিয়ে এই কচ্ছপগুলিকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সাগর মালি(২৫), বাড়ি হিলি থানার বালুপাড়ায়। শুক্রবার তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হবে। পাশাপাশি উদ্ধার হওয়া কচ্ছপ গুলি বালুরঘাট বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে৷ কোথা থেকে ওই কচ্ছপ গুলি কামারপাড়া হাটে নিয়ে আসা হয়েছিল তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ও রবিবার বালুরঘাট ব্লকের কামারপাড়ায় হাট বসে। জেলার বড় হাট গুলির মধ্যে অন্যতম এই কামারপাড়া হাট। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে এই হাটেই গোপন ভাবে কচ্ছপ বিক্রি করা হচ্ছিল। গোপন সূত্র মারফত সেই খবর পেয়েই অভিযান চালায় বালুরঘাট থানার পুলিশ। উদ্ধার হওয়া এক একটি কচ্ছপের ওজন প্রায় ৭০০ থেকে ৮০০ গ্রামের মধ্যে বলে জানা গিয়েছে।