মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

Belacoba | ১৬ বছরের প্রেমিকাকে বিয়ে করতে ‘তুলে আনল’ বছর ২০-র প্রেমিক! আটকে দিল প্রশাসন   

শেষ আপডেট:

বেলাকোবা: প্রেমিকার বয়স ১৬ আর প্রেমিকের ২০। আর সেই প্রেমিকাকে বিয়ে করার জন্য তাঁর বাড়ি থেকে উঠিয়ে আনল প্রেমিক। কিন্তু শেষপর্যন্ত তাঁদের বিয়েটা আর হয়নি, মাঝে বাধ সাঁধে পুলিশ। ঘটনাটি ঘটেছে বেলাকোবার স্টেশন কলোনি এলাকায়। জানা গিয়েছে, এই স্টেশন কলোনি এলাকার একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে শিকারপুর অঞ্চলের সাহেব বাড়ি এলাকার এক নাবালিকার। গত রবিবার ওই নাবালিকাকে বিয়ে করার উদ্দেশ্যে তাঁর বাড়ি থেকে উঠিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে ওই প্রেমিক।

খবর পেয়ে  রাজগঞ্জ ব্লকের যুগ্ম বিডিও সৌরভ মন্ডল বেলাকোবা পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেন যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য।সোমবার বেলাকোবা ফাড়ির পুলিশের সঙ্গে প্রেমিকের স্টেশন কলোনির বাড়িতে পৌছে যায় শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নারী ও শিশু সুরক্ষা কমিটির নোডাল নীলিমা রায় অধিকারী ।

ঘটনার তদন্ত করে প্রেমিক-প্রেমিকা সহ উভয় পরিবারের অভিভাবকদের নিয়ে আসা হয় বেলাকোবা পুলিশ ফাঁড়িতে। সেখানে থানার ওসি কেসাং টি লেপচা ও শিকারপুর অঞ্চল কমিটির সভাপতি নারায়ণ বসাকের উপস্থিতিতে চলে মনিটারিং। এই প্রসঙ্গে ওসি বলেন, ‘ছেলের মা ও মেয়ের বাবা, তাঁরা স্বেচ্ছায় তাঁদের ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছেন। মুচলেকা দেওয়ার পর, তাঁদের ছেড়ে দেওয়া হয়।’ বিষয়টি নিয়ে রাজগঞ্জ ব্লকের যুগ্ম বিডিও সৌরভ মন্ডল বলেন, ‘একটি অভিযোগ এসেছিল যে, নাবালক-নাবালিকার বিয়ে হতে চলেছে। প্রশাসন থেকে তাঁদের সচেতন করে সেটা আটকে দেওয়া হয়েছে।’

Share post:

Popular

More like this
Related

Balurghat | অধ্যাপকের নামে ভুয়ো প্রোফাইল, অশ্লীল মেসেজে সম্মান নষ্ট, থানায় অভিযোগ

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: সাইবার দুষ্কৃতীর খপ্পরে এবার আইন কলেজের...

Summative Assessment | বেড়ে গেল পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর, শিক্ষকের অভাবে দুর্দশা স্কুলগুলিতে

প্রসেনজিৎ সাহা, দিনহাটা: কোর্টের নির্দেশের পরও চাকরি বাতিল হওয়া...

Malda | মালদার ফলের রাজার দুই কাহিনী, বাজার দখল দক্ষিণ ভারতের

এম আনওয়ার উল হক, বৈষ্ণবনগর: জগৎ বিখ্যাত ফজলি আমের...