শনিবার, ১৯ জুলাই, ২০২৫

2023 Parliament breach case | গ্যাস বম্ব নিয়ে সংসদে হামলা! দেড় বছর পর জামিন পেলেন দুই অভিযুক্ত

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালের ১৩ ডিসেম্বর। সংসদে চলছে শীতকালীন অধিবেশন। আচমকা সেখানে প্রবেশ করলেন দু’জন। হাতে গ্যাস বম্ব (2023 Parliament breach case)। হ্লুদ রঙ্গের গ্যাস জাতীয় পদার্থ ছড়াতে ছড়াতে স্লোগান তুললেন ‘তানাশাহি নেহি চলেগা।’ এই ঘটনার প্রায় দেড় বছর পর দুই অভিযুক্তকে শর্তসাপেক্ষে জামিন দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)।

সংসদে হামলার কারণে ২০২৩ সাল থেকে জেলবন্দি নীলম আজাদ (Neelam azad) এবং মহেশ কুমাওয়াত (Mahesh Kumawat)। দীর্ঘ দেড় বছর পর বুধবার দিল্লি হাইকোর্ট শর্ত সাপেক্ষে, ৫০ হাজার টাকার বন্ডে দুই অভিযুক্তের জামিন মঞ্জুর করে। জামিন পেলেও আদালতের নির্দেশ অনুযায়ী বেশকিছু নিয়ম তাঁদের মানতে হবে। সেগুলি হল, দুই অভিযুক্তের কেউ এই মামলার তদন্তপ্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করতে পারবেন না। মামলা নিয়ে সংবাদমাধ্যমে কোনও মন্তব্য বা সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করা যাবে না। আদালতের অনুমতি ছাড়া নীলম এবং মহেশ দিল্লি ছাড়তে পারবে না। এছাড়াও, প্রতি সোম, বুধ এবং শুক্রবার সকাল ১০টায় থানায় দু’জনকেই হাজিরা দিতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ঠিক দেড় বছর আগে, শীতকালীন অধিবেশনে সংসদে বক্তব্য রাখছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। সেই সময় নীলম এবং মহেশ নামে দুই ব্যক্তি সেখানে ঢুকে পড়েন। তাঁদের হাতে ছিল গ্যাস বম্ব। গ্যালারি থেকে ওয়েল সবখানে হ্লুদ গ্যাস ছড়াতে ছড়াতে বলতে থাকেন ‘তানাশাহি নেহি চালেগা।’ এই ঘটনার জেরে সঙ্গে সঙ্গে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু প্রথম থেকেই দুই অভিযুক্ত দাবি করেছিলেন, তাঁরা জঙ্গি নন। নিরুদ্দেশ প্রধানমন্ত্রীর খোঁজ করতেই প্রবেশ করেছিলেন সংসদে।  অবশেষে জামিন মেলায় স্বস্তিতে নীলম ও মহেশ।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Kolkata | হাসপাতালের আইসিইউতে ঢুকে গ্যাংস্টার হত্যাকাণ্ড, কলকাতা থেকে আটক আরও ৫ সন্দেহভাজন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত বৃহস্পতিবার পাটনার একটি হাসপাতালের...

Mallikarjun Kharge | ‘৪২টি দেশ ঘুরলেন, কিন্তু…’, মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী মোদিকে নিশানা খাড়গের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক বছরেরও বেশি সময় ধরে...

AAIB | ওভারহেড তারে ধাক্কাতেই বিপত্তি! প্রকাশ্যে উত্তরকাশীর কপ্টার দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উত্তরাখণ্ডের উত্তরকাশীতে গত ৮ মে...

CM Mamata Banerjee | শুটিং চলাকালীন জখম ‘ভাই’ শাহরুখ! দ্রুত আরোগ্য কামনা করলেন ‘চিন্তিত’ মমতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন ‘কিং’ ছবির শুটিং চলাকালীন...