উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালের ১৩ ডিসেম্বর। সংসদে চলছে শীতকালীন অধিবেশন। আচমকা সেখানে প্রবেশ করলেন দু’জন। হাতে গ্যাস বম্ব (2023 Parliament breach case)। হ্লুদ রঙ্গের গ্যাস জাতীয় পদার্থ ছড়াতে ছড়াতে স্লোগান তুললেন ‘তানাশাহি নেহি চলেগা।’ এই ঘটনার প্রায় দেড় বছর পর দুই অভিযুক্তকে শর্তসাপেক্ষে জামিন দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)।
সংসদে হামলার কারণে ২০২৩ সাল থেকে জেলবন্দি নীলম আজাদ (Neelam azad) এবং মহেশ কুমাওয়াত (Mahesh Kumawat)। দীর্ঘ দেড় বছর পর বুধবার দিল্লি হাইকোর্ট শর্ত সাপেক্ষে, ৫০ হাজার টাকার বন্ডে দুই অভিযুক্তের জামিন মঞ্জুর করে। জামিন পেলেও আদালতের নির্দেশ অনুযায়ী বেশকিছু নিয়ম তাঁদের মানতে হবে। সেগুলি হল, দুই অভিযুক্তের কেউ এই মামলার তদন্তপ্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করতে পারবেন না। মামলা নিয়ে সংবাদমাধ্যমে কোনও মন্তব্য বা সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করা যাবে না। আদালতের অনুমতি ছাড়া নীলম এবং মহেশ দিল্লি ছাড়তে পারবে না। এছাড়াও, প্রতি সোম, বুধ এবং শুক্রবার সকাল ১০টায় থানায় দু’জনকেই হাজিরা দিতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, ঠিক দেড় বছর আগে, শীতকালীন অধিবেশনে সংসদে বক্তব্য রাখছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। সেই সময় নীলম এবং মহেশ নামে দুই ব্যক্তি সেখানে ঢুকে পড়েন। তাঁদের হাতে ছিল গ্যাস বম্ব। গ্যালারি থেকে ওয়েল সবখানে হ্লুদ গ্যাস ছড়াতে ছড়াতে বলতে থাকেন ‘তানাশাহি নেহি চালেগা।’ এই ঘটনার জেরে সঙ্গে সঙ্গে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু প্রথম থেকেই দুই অভিযুক্ত দাবি করেছিলেন, তাঁরা জঙ্গি নন। নিরুদ্দেশ প্রধানমন্ত্রীর খোঁজ করতেই প্রবেশ করেছিলেন সংসদে। অবশেষে জামিন মেলায় স্বস্তিতে নীলম ও মহেশ।