চালসা: আদি কবি ভানুভক্ত আচার্যের ২০৯তম জন্মজয়ন্তী পালন করা হল। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার চালসার লাল শুকরা পার্কে অবস্থিত ভানুভক্ত আচার্যের মূর্তিতে মাল্যদান করা হয়। এদিন নেপালি সমাজের জনগণ নিজস্ব সংস্কৃতির বেশভূষার প্রসার পোশাক পড়ে অনুষ্ঠানে শামিল হয়। এদিন চালসার পিডব্লিউডি এলাকা থেকে ভানুভক্ত অ্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুর স্পোর্টিং ক্লাবের তরফে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এসে পৌঁছোয় চালসার লাল শুকরা পার্কে। এদিন ভানুভক্তের জীবনী নিয়ে হয় আলোচনা। নেপালি সাহিত্য জগতে ওনার অবদান নিয়েও আলোচনা করা হয়। মূর্তিতে মাল্যদান করেন চালসার ট্রাফিক ওসি বিবেক সুব্বা সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে এলাকার বহু নেপালি সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।