উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাস থেকে যাত্রীদের নামিয়ে পরিচয়পত্র যাচাই করেই নির্বিচারে গুলি। এমনই এক নির্মম ঘটনা ঘটেছে পাকিস্তানের (Pakistan) বালোচিস্তানে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৩ জনের।
সূত্রের খবর, সোমবার সকালে বালোচিস্তানের (Balochistan) মুসাখেলে রারাশামের আগে সড়ক আটকে দাঁড়িয়েছিলেন একদল দুষ্কৃতী (Gunmen attack)। তারপর এই রাস্তা দিয়ে চলা একাধিক বাস ও অন্যান্য গাড়ি থামিয়ে যাত্রীদের নামতে বাধ্য করা হয়। এরপরই এক এক করে যাত্রীদের পরিচয়পত্র (Identity) যাচাই করে দুষ্কৃতীরা। সেখান থেকে বেছে নেওয়া হয় ২৩ জনকে। এরপর প্রত্যেককে গুলি করে খুন করা হয়। এমনকি ঘটনাস্থলে থাকা ১০টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। মৃতরা সকলেই পঞ্জাবের (Punjab) বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
যদিও এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। তবে যেহেতু পরিচয়পত্র দেখে খুন করা হয়েছে, তাই সন্দেহ করা হচ্ছে এই হামলার নেপথ্যে হাত রয়েছে বালোচ বিদ্রোহীদেরই। পঞ্জাব প্রদেশ থেকে আগতদের বারবার বালোচিস্তান ছেড়ে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে বিদ্রোহীদের বিরুদ্ধে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। জঙ্গি দমনে দ্রুত পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।