চেন্নাই: উন্মত্ত ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হল এক যুবকের। তামিলনাড়ুর ত্রিচি জেলার ঘটনা। জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম এস বিনোথ কুমার। আহত হয়েছেন বেশ কয়েকজন।
কোভিডের কারণে বন্ধ ছিল ত্রিচিতে হওয়া ঐতিহ্যবাহী উন্মত্ত ষাঁড়ের খেলা জাল্লিকাট্টু। এবার অল্প সংখ্যক দর্শকের উপস্থিতিতে জাল্লিকাট্টুর অনুমতি দিয়েছিল স্থানীয় প্রশাসন। সেখানেই উন্মত্ত একটি ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হয় এক দর্শকের। গুরুতর আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে ত্রিচিতে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছিল জাল্লিকাট্টুতে।