উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড়সড়ো আর্থিক প্রতারণার (Financial scam) শিকার হয়েছেন অভিনেত্রী অদ্রিজা রায় (Adrija Roy)। যার জেরে তাঁকে খোয়াতে হয়েছে প্রায় ছয় লক্ষেরও বেশি টাকা। তবে শুধুমাত্র অদ্রিজা এই প্রতারণার শিকার হননি। এই তালিকায় রয়েছে অঙ্কিতা লোখান্ডে, আয়ুষ শর্মা সহ ২৫ জন জনপ্রিয় অভিনেতা। ২০২৪ সালের এই প্রতারণার খবর সোমবার জাতীয় স্তরের এক সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ্যে এসেছে।
সূত্রের খবর, গত বছর একটি এনার্জি ড্রিংকের বিজ্ঞাপণের (Ad Shoot) কাজ করেছিলেন অদ্রিজা সহ বাকিরা। অগাস্ট মাসে শুটিংও হয়েছিল। কিন্তু শুটিংয়ের পর অল্প কিছু পারিশ্রমিক অভিনেতাদের দেওয়া হলেও এখনও বাকি রয়েছে অনেকটা পারিশ্রমিক। অদ্রিজা জানিয়েছেন, শুটিংয়ের পর ৫০ হাজার টাকা পেয়েছিলেন। তারপর আর কিছুই পাননি তিনি। অদ্রিজার দাবি, তিনি দেড় লক্ষেরও বেশি টাকা পান ওই বিজ্ঞাপনী সংস্থা থেকে। একই ঘটনা ঘটেছে বাকিদের সঙ্গেও। ওই সংযোগকারী সংস্থা টাকা দেওয়ার একাধিকবার আশ্বাস দিলেও টাকা পাওয়া যায়নি। এমনকি একের পর এক চেক বাউন্স হয় বলেও অভিযোগ। এই ঘটনার পরই প্রশাসনের দ্বারস্থ হন কয়েকজন অভিনেতা-অভিনেত্রীরা। চেম্বুর পুলিশের কাছে গোটা ঘটনা জানিয়ে প্রায় দেড় কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।