বালুরঘাট ও বুনিয়াদপুর: রবিবার রাজা রামমোহন রায়ের ২৫০তম জন্মদিবস পালিত হল। এদিন সকালে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া ভবনে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে৷ এদিন রাজা রামমোহন রায়ের ছবিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান জেলাশাসক আয়েশা রানি এ, জেলা পুলিশ সুপার রাহুল দে সহ অন্যরা। অন্যদিকে, বালুরঘাটের বিশ্বাসপাড়া এলাকায় রাজা রামমোহন রায়ের আবক্ষ মূর্তিতে ফুল ও মালা দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে। বংশীহারী ও বুনিয়াদপুরেও দিনটি পালিত হয়েছে। এদিন গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে দিনটি পালিত হয়। মহকুমা শাসক পি প্রমথ রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। বুনিয়াদপুর পুরসভাতেও দিনটি উদযাপন করা হয়েছে।
আরও পড়ুন : সন্তোষ ট্রফি খেলে ঘরে ফিরলেন দলগাঁও বস্তির শ্রীকুমার