মুম্বই: দেশে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। তার ওপর রয়েছে ওমিক্রনের দাপট। আক্রান্ত হচ্ছেন একের পর এক সমাজের প্রথম সারির যোদ্ধারাই। মুম্বই পুলিশ বাহিনীতে দিন দিন বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ২৮ জন পুলিশকর্মীর দেহে মিলেছে সংক্রমণ। এ নিয়ে মুম্বই পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৭৩। এদিকে, পুনেতে আরও ২১ জন পুলিশকর্মীর করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে সেখানে মোট ৫০৪ জন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন।
ওমিক্রন আতঙ্কের মাঝে দেশে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৮২ হাজার ৯৭০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। মঙ্গলবার সংক্রামিত হয়েছিলেন ২ লক্ষ ৩৮ হাজার ১৮ জন। অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়েছে ৪৪ হাজার ৮৮৯। বেড়েছে দৈনিক মৃত্যুও। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪১ জনের। গতকাল সেই সংখ্যা ছিল ৩১০। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮৮ হাজার ১৫৭ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেসের সংখ্যা ১৮ লক্ষ ৩১ হাজার। পজিটিভিটি রেট ১৫.১৩ শতাংশ। গতকাল তা ছিল ১৪.৪৩ শতাংশ। দেশে ওমিক্রনে সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৬১। মঙ্গলবার সেই সংখ্যা ছিল ৮ হাজার ৮৯১।
আরও পড়ুন : মণিপুরের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন