সোমবার, ১৭ মার্চ, ২০২৫

Bangladeshi Arrested | ত্রিপুরা থেকে ট্রেনে করে কলকাতায় আসার ছক! আগরতলায় পুলিশের জালে ৩ বাংলাদেশি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ত্রিপুরা (Tripura) হয়ে কলকাতায় (Kolkata) আসার ছক কষেছিল তিন বাংলাদেশি। কিন্তু তার আগেই ধরা পড়ল পুলিশের হাতে। রবিবার বিকেলে আগরতলা স্টেশন (Agartala) থেকে ওই তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে (Bangladeshi Arrested)। ধৃতরা হলেন ছোটন দাস, বিষ্ণুচন্দ্র দাস এব মুহাম্মদ মালিক। ধৃতরা বাংলাদেশের নোয়াখালি ও হাবিগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ভারতে অবৈধভাবে প্রবেশের পর আগরতলা থেকে ট্রেনে করে কলকাতা আসার পরিকল্পনা ছিল ধৃতদের। তবে গোপন সূত্রে খবর পেয়ে আগরতলা রেল পুলিশ, আরপিএফ এবং বিএসএফ আগরতলা স্টেশনে যৌথ অভিযানে নামে। স্টেশনে ধৃতদের চালচলন দেখে সন্দেহ হতেই আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় কেউই ভারতে প্রবেশের বৈধ নথি দেখাতে পারেননি। এরপরই ওই তিন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাঁদের আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

বিগত কয়েকদিন ধরেই ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছেন বাংলাদেশি নাগরিকরা (Illegal entry)। অসমেও অনুপ্রবেশের চেষ্টা করায় ছয় বাংলাদেশি ধরা পড়েছেন। যদিও তাঁদের ফের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অন্যদিকে রবিবার মহারাষ্ট্রের থানে থেকেও রবিবার গ্রেপ্তার করা হয়েছে এক মহিলা সহ আট বাংলাদেশি নাগরিককে। ওই অনুপ্রবেশকারীরাও বেআইনিভাবে ভারতে বসবাস করছিলেন বলে জানা গিয়েছে। এইভাবেই আরও অনেক বাংলাদেশি ভারতে পরিচয় গোপন করে লুকিয়ে রয়েছেন বা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছেন বলে মনে করছে পুলিশ।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Darjeeling | সাদা গায়ে কালো ডোরাকাটা দাগ! দার্জিলিং চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ আকাশ ও নাগমণি

দার্জিলিং: আকাশ এবং নাগমণি, দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল...

Lex Fridman Podcast | ‘পেয়েছি কেবল শত্রুতা এবং বিশ্বাসঘাতকতা’, পাকিস্তানের সঙ্গে শান্তি স্থাপন প্রসঙ্গে অকপট মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বিশ্বখ্যাত লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে(Lex...

PM Narendra Modi | স্বামীজিই অনুপ্রেরণা, চেয়েছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হতে, জানালেন নরেন্দ্র মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘স্বামী বিবেকানন্দই আমার জীবনের অনুপ্রেরণা।...

Narendra Modi | কোন পথে রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপন ? সাক্ষাৎকারে বড় দাবি করলেন মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে...