উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফলকনুমা এক্সপ্রেসের কামরায় আগুন। শুক্রবার তেলঙ্গনায় মুম্মইপল্লি এবং পাগিড়িপল্লির মাঝে ট্রেনটিতে আগুন লাগে।
জানা গিয়েছে, ট্রেনের তিনটি কামরায় আগুন লাগে। গলগল করে ধোঁয়া বেরোতে দেখে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তাঁদেরই মধ্যে একজন চেন টানেন। ট্রেন থামিয়ে দেন চালক। তড়িঘড়ি ট্রেন থেকে যাত্রীদের নিরাপদে নামানো হয়। ঘটনাস্থলে পৌঁছোন রেলের ইঞ্জিনিয়াররা। হতাহতের কোনও খবর নেই। কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়।