উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হওয়া হিংসা নিয়ে এবার মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার লখনউতে এক অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ বলেন, ‘দেশে রাজনৈতিক বিরোধীরা (তৃণমূল-কংগ্রেস) এই হিংসায় উসকানি দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘মুর্শিদাবাদ হিংসায় বাবা-ছেলে সহ যে ৩ জনের মৃত্যু হয়েছে, তাঁরা সকলেই দলিত সম্প্রদায়ের। অথচ এই ওয়াকফ সংশোধনী বিলের কারণে দলিত সম্প্রদায়ই সবথেকে বেশি উপকৃত হবে। ওয়াকফের নামে হাজার হাজার একর জমি কোনও নথিপত্র ছাড়াই দখল করে রাখা হয়েছে। কিন্তু সরকার এখন এই সম্পত্তি নিয়ে পদক্ষেপ নিতে পারবে। ওই জমি রাজস্ব রেকর্ডে ফিরে এলে হাসপাতাল হবে, স্কুল কলেজ হবে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে ওয়াকফ আইনের প্রতিবাদে দফায় দফায় উত্তপ্ত হয়েছে ‘নবাবের জেলা’ মুর্শিদাবাদ। জঙ্গিপুর, সূতি, ধুলিয়ান, সামশেরগঞ্জের মতো এলাকায় হিংসা ছড়িয়েছে। মানুষের ঘরবাড়ি যেমন ভেঙেছে তেমনি বহু মানুষ হয়েছেন ঘরছাড়া। বিজেপির দাবি আক্রান্ত হয়েছেন হিন্দুরা। পরিস্থিতি সামলাতে কলকাতা হাইকোর্টের নির্দেশে আধাসেনা নামানো হয়েছে এলাকায়। টহলদারি চলছে আধাসেনা ও পুলিশের। রবিবার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। তবে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমার জানিয়েছেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।