সোমবার, ১৪ জুলাই, ২০২৫

Puri Rath Yatra Stampede | পুরীতে রথযাত্রা চলাকালীন দুর্ঘটনা! ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ৩ জনের, আহত অনেকে  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওডিশার পুরীতে রথযাত্রা চলাকালীন ঘটে গেল পদপিষ্টের ঘটনা (Puri Rath Yatra Stampede)। অতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। রবিবার ভোরে পুরীর গুন্ডিচা মন্দিরের (Gundicha Temple) কাছে ঘটনাটি ঘটেছে।

সূত্রের খবর, প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ গুন্ডিচা মন্দিরের সামনেই ছিল। আর তা দর্শনের আশায় প্রচুর ভক্তের সমাগম হয়েছিল শারধাবলিতে নামক এলাকায়। কিন্তু এদিন ভোর সাড়ে ৪টা নাগাদ রথগুলি (Chariots) মন্দিরের দিকে আরও এগোতেই অতিরিক্ত ভিড়ে্র কারণে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সেই সময় মাটিতে পড়ে গিয়ে পদপিষ্ট হন অনেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। মৃতদের মধ্যে রয়েছেন প্রভাতী দাস এবং বাসন্তী সাহু নামে দুই মহিলা এবং ৭০ বছর বয়সি প্রেমাকান্ত মোহান্তি। মৃতরা সকলেই ওডিশার খুরদা জেলার বাসিন্দা এবং রথযাত্রা দেখার জন্য পুরীতে এসেছিলেন। পাশাপাশি ঘটনায় আহত হয়েছেন ১০ জন। আহতদের উদ্ধার করে পুরী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, পুরীতে জগন্নাথদেবের রথযাত্রা দেখার জন্য প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান। প্রতিবারের মতো এবারেও শুক্রবার অর্থাৎ রথযাত্রার দিনই পুরীর মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছিল জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ। কিন্তু ভিড়ের কারণে সেদিন গন্তব্যে পৌঁছানো যায়নি। অবশেষে শনিবার গুন্ডিচা মন্দিরে পৌঁছায় তিনটি রথ। কিন্তু শনিবার রথ থেকে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে নামানো যায়নি। এদিকে রবিবার মাঝরাত থেকেই ভিড় ক্রমশই বাড়ছিল। আর এর মধ্যেই রথগুলি মন্দিরের দিকে একটু এগোতেই পদপিষ্টের ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ভিড় নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে প্রশাসনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। এমনকি পুলিশকর্মীর সংখ্যাও কম ছিল। ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুরীর প্রশাসন। এক আধিকারিক বলেন, ‘ভিড় নিয়ন্ত্রণে কোনও ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Mango diplomacy | ‘হাঁড়িভাঙা’ কৌশল! মোদি-মমতাকে আমের ঝুড়ি পাঠালেন ইউনূস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ...

Tejashwi Yadav | ‘সূত্র না মূত্র’, বিহারে ভোটার তালিকায় বিদেশীদের নাম নিয়ে কমিশনের দাবিকে কটাক্ষ তেজস্বীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারে ভোটার তালিকা সংশোধনের চলতি...

New Delhi | ৬ দিন ধরে নিখোঁজ, দিল্লির এক ফ্লাইওভারের নীচে মিলল ত্রিপুরার তরুণীর দেহ    

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৬ দিন ধরে নিখোঁজ থাকার...

Israel Attacks Gaza | গাজায় ইজরায়েলের হামলায় মৃত ৪৩! জলের লাইনে দাঁড়িয়েই প্রাণ গেল ১০ জনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার গাজায় ভয়াবহ প্রাণঘাতী হামলা...