হরিশ্চন্দ্রপুর: চাঁচল হরিশ্চন্দ্রপুর-৮১ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গাড়ির সঙ্গে ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের-৮১ নম্বর জাতীয় সড়কের ধারে রানীকামাত এলাকায়। ঘটনায় আহত হয়েছেন ৩ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে হরিশ্চন্দ্রপুর থেকে এটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গাড়ি চাঁচলের দিকে আসছিল। অপর দিক থেকে চাঁচল থেকে একটি ছোটগাড়ি দ্রুত গতিতে যাওয়ার সময় চাঁচলের রানীকামাত এলাকায় রাষ্ট্রয়ত্ত ব্যাংকের গাড়িটিকে ধাক্কা মারে। ঘটনায় আহত হন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকা তিনজন ব্যক্তি। স্থানীয়রা তড়িঘড়ি করে তাদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তাঁরা চিকিৎসাধীন। চাঁচল থানার পুলিশ ওই গাড়িটিকে উদ্ধার করেছে।