উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম ৩ মাওবাদী। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা নাগাদ ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার একটি জঙ্গলে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। সেই সময় বাহিনীকে দেখে গুলি ছুড়তে থাকে মাওবাদীরা। পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৩ মাওবাদীর। এ বছর এখন পর্যন্ত এনকাউন্টারে ১৩৮ জন মাওবাদীর মৃত্যু হয়েছে।
বস্তারের পুলিশ কর্তা সুন্দররাজ পি বলেন, ‘সকাল ৯টা নাগাদ ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার একটি জঙ্গলে মাওবাদী বিরোধী অভিযানে বের হয় নিরাপত্তা বাহিনী। সেই সময় বন্দুকযুদ্ধ শুরু হয়।’ বিজাপুর ও দান্তেওয়াড়ার জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি), স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), কোবরা (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন) ব্যাটালিয়নের সদস্যরা অভিযানে অংশ নিয়েছিলেন। পুলিশে জানায়, ঘটনাস্থল থেকে তিনজন মাওবাদীর দেহ, অস্ত্র, বিস্ফোরক উদ্ধার হয়েছে। এলাকায় তল্লাশি অভিযান চলছে।