বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

Balochistan | পুলিশের গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ! বালোচিস্তানে মৃত কমপক্ষে ৩, আহত অনেকে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বালোচিস্তানে (Balochistan) পুলিশের গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হয়েছে ৩ পুলিশকর্মীর। আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। মঙ্গলবার সকালে বালোচিস্তানের মাস্তাং শহরে ঘটনাটি ঘটেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, কালাত থেকে পুলিশকর্মীদের নিয়ে গাড়িটি যাচ্ছিল। সেই সময় গাড়ির সামনে বিস্ফোরণটি ঘটে। বালোচিস্তান প্রদেশ সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, আইইডি দিয়ে হামলাটি চালানো হয়েছে (IED blast)। বিস্ফোরণে আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সকল আহত পুলিশকর্মীকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে যাঁদের চোট গুরুতর তাঁদের মাস্তাং থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে কোয়েটায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে মাস্তাংয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ইউনাস মাগসি দাবি, ঘটনায় ১৮ জন পুলিশকর্মী আহত হয়েছেন। যদিও এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি বলে জানা গিয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নিহত পুলিশকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে অঙ্গীকার নিয়ে বলেন, ‘আমরা সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা ব্যর্থ করে দেব, যারা মানবতার শত্রু। সন্ত্রাসবাদের অভিশাপ দেশ থেকে সম্পূর্ণরূপে নির্মূল না হওয়া পর্যন্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Mahananda river | হঠাৎ মহানন্দায় ভেসে উঠল অজস্র মরা মাছ, কারণ নিয়ে ধোঁয়াশা   

শিলিগুড়িঃ ঘড়িতে তখন রাত নয়টা। মঙ্গলবার রাতে হঠাৎ এয়ারভিউ...

Pahalgam Attack | পহেলগাঁওয়ে জঙ্গি হানায় মৃত্যু এক বাঙালীর, মৃতের স্ত্রীকে ফোনে সমবেদনা মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার দুপুরে রক্তাক্ত হল ভূস্বর্গ।...

Pahalgam Terror Attack | ‘তোকে মারব না, মোদিকে বলিস’, স্বামীর মাথায় গুলি করে স্ত্রী’কে বলল জঙ্গিরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একটু দূরেই তুষারাবৃত পাহাড়, পাইন...

J&K Terror Attack | পরিচয় জেনে বেছে বেছে খুন! কাশ্মীরে জঙ্গিদের হত্যালীলায় মৃত অন্তত ২৭ পর্যটক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রক্তাক্ত উপত্যকা। জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায়...