ফরাক্কা: গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা স্টেশনে কাছে নেপাল শিব মন্দির থেকে ২৭৬ গ্রাম হেরোইন সহ তিন যুবককে গ্রেপ্তার করা হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম পবন কুমার মতি, আসিফ মুস্তফা ও গৌতম কুমার যাদব। প্রত্যেকেই বিহারের ভাগলপুরের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে নেপাল শিব মন্দিরের কাছ থেকে বৃহস্পতিবার রাতে ওই তিনজনকে হেরোইন সহ গ্রেপ্তার করা হয়। তাদেরকে শুক্রবার সকালে ১৪ দিন পুলিশি হেপাজত চেয়ে আদালতে পাঠায় পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, কালিয়াচক থেকে হেরোইন নিয়ে বিহারের ভাগলপুরের কোথাও নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। ঠিক সময় পুলিশ তাদের ধরতে সক্ষম হয়েছে ফলে ২৭৬ গ্রাম হিরোইন বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে। এর সূত্র ধরে এই কাজে আরও কারা কারা রয়েছে বা কিনপিং-এর সন্ধানে নেমেছে পুলিশ।