উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৩৬ বছর পর সলমন রুশদির(Salman Rushdie) লেখা ‘দ্য স্যাটানিক ভার্সেস’(The Satanic Verses) বইটির বিদেশ থেকে আমদানির ওপর নিষেধাজ্ঞা সরিয়ে নিল দিল্লি হাইকোর্ট। এখন বিদেশ থেকে কিনে আনা যাবে এই বইটি। ১৯৮৮ সালে এই বইটি বিদেশ থেকে আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী(Rajiv Gandhi)। ৩৬ বছর আগের সেই নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি আর খুঁজে পাওয়া যাচ্ছেনা এখন। আদালতে এমনটাই জানিয়েছে ‘সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস’। এরপরেই হাইকোর্ট এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে সন্দীপন খান নামে এক ব্যক্তি এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান। তিনি জানান, নিষেধাজ্ঞা থাকার ফলে তিনি বইটি বিদেশ থেকে কিনে আনতে পারছেন না। কিন্তু এই নিষেধাজ্ঞা সম্পর্কিত কোনও বিজ্ঞপ্তি তিনি কোনও সরকারি ওয়েবসাইটে খুঁজে পাননি। তথ্য জানার অধিকার আইনে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে তাঁকে এই নিষেধাজ্ঞার কথাটি জানানো হয়।
এই বিজ্ঞপ্তিটি তৈরি করেছিলেন যে আধিকারিক তিনিও ৩৬ বছর আগের এই নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তির কোনও অনুলিপি দেখাতে পারেন নি। মঙ্গলবার দিল্লি হাইকোর্টের বিচারপতি রেখা পাল্লি(Rekha Palli) এবং বিচারপতি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে মামলাটির শুনানির সময় আদালত জানায়, এমন পরিস্থিতিতে বইটির ওপর এই ধরনের কোনও নিষেধাজ্ঞার অস্তিত্ব নেই বলেই ধরে নিতে হবে। ফলে ওই মামলাকারীকে বইটি বিদেশ থেকে দেশে আনার অনুমতি দেওয়া যেতে পারে। আর হাইকোর্টের এই নির্দেশের মধ্যে দিয়েই প্রায় তিন দশক পরে এদেশের পাঠকদের কাছেও এবার এসে গেল রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ পড়ার সুযোগ। উল্লেখ্য মুসলিমদের কিছু গোষ্ঠী এই বইটিতে ইসলামের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তোলায় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ১৯৮৮ সালে বইটি ভারতে আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন।