বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

Salman Rushdie | ৩৬ বছরের নিষেধাজ্ঞা উঠল রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ থেকে, আমদানি করা যাবে ভারতে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৩৬ বছর পর সলমন রুশদির(Salman Rushdie) লেখা ‘দ্য স্যাটানিক ভার্সেস’(The Satanic Verses) বইটির বিদেশ থেকে আমদানির ওপর নিষেধাজ্ঞা সরিয়ে নিল দিল্লি হাইকোর্ট। এখন বিদেশ থেকে কিনে আনা যাবে এই বইটি। ১৯৮৮ সালে এই বইটি বিদেশ থেকে আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী(Rajiv Gandhi)। ৩৬ বছর আগের সেই নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি আর খুঁজে পাওয়া যাচ্ছেনা এখন। আদালতে এমনটাই জানিয়েছে ‘সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস’। এরপরেই হাইকোর্ট এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে সন্দীপন খান নামে এক ব্যক্তি এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান। তিনি জানান, নিষেধাজ্ঞা থাকার ফলে তিনি বইটি বিদেশ থেকে কিনে আনতে পারছেন না। কিন্তু এই নিষেধাজ্ঞা সম্পর্কিত কোনও বিজ্ঞপ্তি তিনি কোনও সরকারি ওয়েবসাইটে খুঁজে পাননি। তথ্য জানার অধিকার আইনে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে তাঁকে এই নিষেধাজ্ঞার কথাটি জানানো হয়।

এই বিজ্ঞপ্তিটি তৈরি করেছিলেন যে আধিকারিক তিনিও ৩৬ বছর আগের এই নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তির কোনও অনুলিপি দেখাতে পারেন নি। মঙ্গলবার দিল্লি হাইকোর্টের বিচারপতি রেখা পাল্লি(Rekha Palli) এবং বিচারপতি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে মামলাটির শুনানির সময় আদালত জানায়, এমন পরিস্থিতিতে বইটির ওপর এই ধরনের কোনও নিষেধাজ্ঞার অস্তিত্ব নেই বলেই ধরে নিতে হবে। ফলে ওই মামলাকারীকে বইটি বিদেশ থেকে দেশে আনার অনুমতি দেওয়া যেতে পারে। আর হাইকোর্টের এই নির্দেশের মধ্যে দিয়েই প্রায় তিন দশক পরে এদেশের পাঠকদের কাছেও এবার এসে গেল রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ পড়ার সুযোগ। উল্লেখ্য মুসলিমদের কিছু গোষ্ঠী এই বইটিতে ইসলামের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তোলায় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ১৯৮৮ সালে বইটি ভারতে আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

Share post:

Popular

More like this
Related

Delhi CM | প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তাই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী, ঘোষণা বিজেপির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ৫ বছর দিল্লির রাজপাট...

Delhi CM Oath Taking Ceremony | মুখ্যমন্ত্রী নির্বাচন আজ সন্ধ্যেয়, শপথগ্রহণের আমন্ত্রণপত্র বিলি শুরু দিল্লিতে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার শপথ নেবেন দিল্লির নয়া...

Delhi High Court | ‘বাড়তি টিকিট বিক্রি কেন?’, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় রেলকে ভর্ৎসনা হাইকোর্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট (New Delhi...

Karnataka CM Siddaramaiah | জমি দুর্নীতি মামলায় বড় স্বস্তি সিদ্দারামাইয়ার! ক্লিনচিট দিল কর্ণাটকের লোকায়ুক্ত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জমি দুর্নীতি মামলায় বড় স্বস্তি...